অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ময়মনসিংহে আবারো জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মো. আব্দুল কাইয়ুম: স্বজনদের সাথে ইদ করতে আসা যাত্রী হয়রানী লাঘবের জন্য অন্যান্য দিনের মত আজও ময়মনসিংহ জেলা প্রশাসনের মোবাইল কোর্টের ৪টি টিম সকাল-বিকাল ২টি শিফটে ভাগ হয়ে শহরের ট্রেন ষ্টেশন, মাসকান্দা বাস টার্মিনাল, শম্ভুগঞ্জ বাস টার্মিনালসহ বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে।

যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়াসহ সময় মত বাসগুলো নির্দিস্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নিশ্চিত করা হয়। এতে যাত্রীদের মুখে হাসি ফুটে ও স্বস্তি ফিরে আসে।

শম্ভুগঞ্জ বাস টার্মিনাল থেকে ভৈরব, কিশোরগঞ্জ, নেত্রকোনা গামী বাস ও তারাকান্দা, ফুলপুর, শেরপুর, জামালপুরের দিকের যাত্রীবাহী সিএনজি, টেম্পুতে অতিরক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এতে দ্রুততম সময়ের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরে আসে। মালিক সমিতির প্রতিনিধিদের ডেকে নির্দিস্ট সময়ে বাস, টেম্পু ও সিএনজি পরিবহন ছেড়ে যাওয়া ও যাত্রী সেবা নিশ্চিত করার বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এবং মোবাইল কোর্টের উপস্থিতিতেই সে নির্দেশনা পরিপালন নিশ্চিত করা হয়।

ময়মনসিংহ -এ জেলা প্রশাসন ও ট্র্যাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণ ও কৌশল অবলম্বন করায় অন্যান্য বারের তুলনায় জ্যাম অনেক কমে এসেছে এবং শম্ভুগঞ্জ ব্রিজ দিয়ে শেরপুর, জামালপুর ও নেত্রকোনাগামী যাত্রীদের মধ্যে তুলনামূলক স্বস্তি পরিলক্ষিত হয়েছে।

আজকের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, ময়মনসিংহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নিলুফা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মহিনুল হাসান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মোস্তাফিজুর রহমানের শাওন। জেলা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহোযোগিতা করে।

Share this post

scroll to top