নরসিংদীর শিবপুরে নিজের মেয়ের প্রেমিক সন্দেহে মেয়ের বাবা, ভাই ও সহযোগীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম রিপন (১৭)। সে উপজেলার বাহেরদিয়া গ্রামের আব্দুর রহিম খানের ছেলে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের পাচপাইকা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত যুবক রিপনের বোন সুমি জানান, পাচপাইকা গ্রামের আব্দুর রহিমের বাড়ীর পাশে অন্যদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় রাহাত, রিপন, নাঈমসহ বন্ধুদের সাথে কেরাম বোর্ড খেলতে যায় রিপন। সেখানে আব্দুর রহিমের মেয়ে জিনিয়ার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এমন সন্দেহে মেয়ের বাবা আব্দুর রহিম এবং ভাই সামায়ন তাদের সহযোগীদের নিয়ে রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাস্থলে রিপনের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন রিপনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে সজিব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।