প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে লোহাগড়ায় কলেজ ছাত্র রাকিব খান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাকিব লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের আইয়ুব খানের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স শেষবর্ষের পরীক্ষা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বাস্থ্য’ নিয়ে রাকিব ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় তাকে আটক করা হয়েছে।
লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় রাকিবের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।