নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো সেখানকার আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ (৪) ও হাসান আলীর ছেলে ইয়ামিন (৩)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় তারা। এক পর্যায়ে পুকুরে নামলে ডুবে যায়। দুপুরে পানিতে হাবুডুবে খেতে দেখে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে করান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান জানান, আব্দুল্লাহ’র পিতা আনিছুর রহমান শ্রমজীবী আর ইয়ামিনের পিতা হাসান কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করেন।