টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাব্বি তালুকদার ফয়সাল (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে এলেঙ্গার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ফয়সাল এলেঙ্গার সরকারি শামসুল হক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
কালিহাতী থানার এএসআই ফেরদৌস আলম বলেন, সকালে ফয়সাল অভিমান করে বাড়ি থেকে বের হন। পরে তিনি রাজাবাড়ী এলাকায় নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে ফয়সাল আত্মহত্যা করেছেন। তিনি এলেঙ্গা পৌর এলাকার ফুলতলা কেমি তালুদারের ছেলে।