মানবতাবিরোধী অপরাধের মামলায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির আবেদ হাসেনের (৬৫) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা, গণহত্যা, জোরপূর্বক ধর্মান্তরের তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। মামলার তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ উপস্থিত ছিলেন।
মামলায় আসামির বিরুদ্ধে মোট ৩টি অভিযোগে ৮১ পৃষ্ঠার প্রতিবেদনে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ২০১৮ সালের ২৯ জুলাই থেকে তদন্ত শুরু করে ২০১৯ এর ৮ আগস্ট এই মামলার তদন্ত শেষ করা হয়। প্রতিবেদনটি আজই ট্রাইব্যুালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।