বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে আরো ৪ জনসহ মোট ১৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের টিএইচও (ভারপ্রাপ্ত) ডা. বখতিয়ার আল মামুন জানান, বুধবার সকালে উপজেলার বিলগাববাড়ি গ্রামের দ্বিজেন দে’র ছেলে দিপক দে (২০), পূর্ব সুজনকাঠি গ্রামের মোহাম্মদ হান্নান মোল্লার ছেলে নাছিফ মোল্লা (২৩), ডাসার এলাকার নবগ্রামের দীপক ঘটকের স্ত্রী শিল্পী জয়ধর (৪০) ও মধ্য শিহিপাশা গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী নাসরিন বেগম (২৪) আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়। পরে তাদের শরীরে ডেঙ্গু রোগ ধরা পড়ে।
এছাড়া উপজেলার বরিয়ালী গ্রামের রুস্তুম তালুকদারের ছেলে নির্জন তালুকদার (২০), যবসেন গ্রামের শাহজালাল পাইকের ছেলে রোমান পাইক (১৩), দক্ষিণ নাঠৈ গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম (২১), বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার (১৮), দক্ষিণ গৈলা গ্রামের ইউছুব সরদারের ছেলে ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়। তাদের সবাইকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডা. বখতিয়ার আল মামুন।