সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদুল আযহাকে সামনে রেখে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সাতকানিয়ায় এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণের আমীর জাফর সাদেক, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন, শ্রমিক নেতা মুহাম্মদ রফিক, নেজাম উদ্দিন, নুরুল আলম ও ছাত্রশিবির নেতা গিয়াস উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।