বগুড়ার শেরপুরে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্ধুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্ঘলবার গভীররাতে ভবানীপুর বাজারের দক্ষিণ পাশে ব্রীজের ওপর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলো গাইবান্ধা জেলা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের পুত্র ধনেশ সরকার ওরফে সুকুমার সরকার (৩৮) ও নাটোর জেলার সিংড়া থানার বামিহাল গ্রামের রজব আলীর পুত্র আফজাল হোসেন (৫৫)।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, গোলাগুলির খবর পেয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি ও শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে টহল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আহত অবস্থায় পাই। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় তারা দুজন পুলিশকে নিজেদেও পরিচয় জানায় বলে জানান পুলিশ।
ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গান একটি, পাইপগান একটি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত আফজালের নামে বিভিন্ন থানায় ২০টি মামলা ও ধনেশের নামে ১১টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে।