ফেনীতে ইয়াবা উদ্ধার : স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ সভাপতির কারাদণ্ড

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজারে ইয়াবা সহ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ সভাপতিকে গ্রেফতার করেছে জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স টিম। ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের উভয়কে কারাদন্ড দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মাদক বিরোধী অভিযানে বের হন জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স। সহকারি কমিশনার এনএম আবদুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ সাথে ছিলেন।

টাস্কফোর্স ফরহাদ নগর ইউনিয়নের ভোর বাজার এলাকার একটি দ্বিতল ভবনে হানা দেয়। এসময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহেদ হোসেন বাচ্চু ও শ্রমিক লীগ সভাপতি মো. ইউছুফকে ২১ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাচ্চুকে ৪ মাস ও ইউছুফকে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে জেল-হাজতে প্রেরণ করা হয়। বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Share this post

scroll to top