চাকরির সন্ধ্যানে দাক্ষিণ আফ্রিকার সাবেক কোচ এখন ঢাকায়

চাকরির সন্ধ্যানে দাক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো এখন ঢাকায়। বিসিবিতে কোচের চাকরির সাক্ষাৎকার দিতে বুধবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছেছেন তিনি। আগামীকাল সকালে তার ঢাকা ত্যাগ করার কথা।

ক্রেইগ রাসেল ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন। তবে বিসিবি জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজলেও ডমিঙ্গো কোন পদের জন্য সাক্ষাৎকার দেবেন সেটি স্পষ্ট নয়। এ ব্যাপারে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র।

বিশ্বকাপের পর হেড কোচ স্টিভ রোডসের সাথে সমঝোতার মাধ্যমে তাকে বিদায় করা হয়। এরপর বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট। আর স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে ড্যানিয়েল ভেট্টোরিকে। জাতীয় দলের হেড কোচের পদটি এখনো খালি আছে।

Share this post

scroll to top