ক্ষমতার অপব্যবহার বিপজ্জনক : রাহুল গান্ধী

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী জম্মু-কাশ্মীর নিয়ে নীরবতা ভেঙেছেন। তিনি কাশ্মীর ইস্যুতে এক টুইটে বলেছেন, বিজেপি সরকার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে এবং তা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক।

তিনি লিখেছেন, ‘‘সংবিধান লঙ্ঘন করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলে পুরে ও জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে জাতীয় সংহতিকে শক্তিশালী করা যায় না। শুধু কিছু জমির খণ্ড দেশকে গড়ে তোলেনি, দেশ গড়ে তুলেছেন দেশের নাগরিকরাই। প্রশাসনিক ক্ষমতার এ অপব্যবহার দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।”

মঙ্গলবার সকালে কাশ্মীর ইস্যুতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাংসদদরা বৈঠক করেছেন। এরপরই রাহুল গান্ধী দেশটির সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন।

ভারত সরকার দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে। এর ফলে বিশেষ মর্যাদার অধিকার হারাতে চলেছে জম্মু ও কাশ্মীর। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামের কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

Share this post

scroll to top