ঢাকাTuesday , 6 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৮টার দিকে গফরগাঁও ষ্টেশনে যাত্রাবিরতির আগে গফরগাঁও ষ্টেশন ইয়ার্ড এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ট্রেনের লোকোমোটিভ মাষ্টার (ড্রাইভার) আখতার হোসেন বলেন, এটি মালবাহী ট্রেন, অতিরিক্ত মাল বহনের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার নূরে আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার সকালে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার পর ৯টা থেকে এ স্টেশনের দুই নাম্বার লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।