ঢাকাSunday , 4 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার ইরফান পাঠানদেরও কাশ্মির ছাড়ার নির্দেশ

Link Copied!

পর্যটকদের আগেই ভারত-নিয়ন্ত্রিত কাশ্মির ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল আগেই। বন্ধ করে দেয়া হয়েছে অমরনাথ যাত্রাও। গোটা রাজ্যে বাড়ানো হয়েছে আধা সামরিক বাহিনীর সদস্য। চারদিকে থমথমে পরিবেশ। এরই মাঝে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান, যিনি এই মুহূর্তে কাশ্মীর ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত তাকে দ্রুত রাজ্য ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সব সাপোর্ট স্টাফ ও শতাধিক ক্রিকেটারকে বাড়ি ফিরিয়ে দেয়া হয়েছে।

ইরফান পাঠান এই মুহূর্তে কাশ্মির ক্রিকেট দলের খেলোয়াড় ও মেন্টর। দলের কোচ মিলাপ মেওয়াদা, ট্রেনার সুদর্শন ভিপি। ইরফান পাঠান এবং নির্বাচক মণ্ডলীর যারা বাইরের রাজ্য থেকে এসেছেন, তাদের ফিরে যেতে বলা হয়েছে রোববারের মধ্যেই।

জম্মু-কাশ্মির ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক হুসেইন বুখারি জানিয়েছেন, “ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠান এবং বাকিদের জানানো হয়েছে চলে যেতে। রোববারের মধ্যেই তারা রাজ্য ছাড়বেন। যে নির্বাচকরা এই রাজ্যের নন, তাদেরও নিজের রাজ্যে চলে যেতে বলা হয়েছে।”

তিনি আরো জানিয়েছেন যে, ইতিমধ্যেই ১০১-১০২ জন ক্রিকেটার, যারা শের-ই কাশ্মির স্টেডিয়ামে প্র্যাকটিস করছিলেন, তাদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। বুখারি এও জানিয়েছেন যে এই মুহূর্তে কাশ্মিরের পরিস্থিতি নিয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন। তাই তারা ক্রিকেটীয় কর্মসূচি আপাতত বন্ধ রাখছেন।

জম্মু-কাশ্মিরের রাজ্যপাল সত্যপাল মালিক পিডিপি-এনসি নেতাদের জানিয়েছেন, ৩৭০ বা ৩৫এ ধারা বিলোপ হচ্ছে না। কিন্তু কী হবে তা যে তিনিও জানেন না সে কথাও স্বীকার করেছেন মালিক। মনে করা হচ্ছে ক্রিকেটারদের ফিরে যাওয়ার নির্দেশের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতির যোগ রয়েছে।
১৭ অগস্ট শুরু হচ্ছে দলীপ ট্রফি। তারপর রঞ্জি এবং বিজয় হাজারে ট্রফিও রয়েছে। তার আগে এই রকম পরিস্থিতি জম্মু-কাশ্মির ক্রিকেটের বড় ক্ষতি করতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।