সরকারি টাকায় ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রভাব খাটিয়ে সরকারি টাকায় ব্যক্তিগত দুটি রাস্তা নির্মাণের অভিযোগের প্রতিবাদে ও অভিযোগকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জনৈক মোস্তফা হাসান স্বপন ও মোস্তাফিজুর রহমান বাবু। রোববার সকালে পাকুন্দিয়া পৌরসদরে একটি অনলাইন পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে মোস্তফা হাসান স্বপন লিখিত বক্তব্যে বলেন, ২০১৮-১৯অর্থ বছরে এলজিইডির অধীনে ‘ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় পাকুন্দিয়া উপজেলার নারান্দী বাজার হইতে লাভু সরকার ঈদগাহ মাঠ হয়ে মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা পর্যন্ত সড়কের দুটি লিংক রোডসহ ১৪০০মিটার পাকাকরণ কাজের অনুমোদন হয়। এক কোটি ২৩লাখ টাকা ব্যয়ে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি পায় মেসার্স শামীম কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠানটি যথারীতি কাজ শুরু করে। এতে হিংসার বশবর্তী হয়ে ও পারিবারিক বিরোধের জেরে একটি কুচক্রী মহল এলাকার কিছু সংখ্যক লোকজনকে ভুল বুঝিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীদের কাছে লিখিত অভিযোগ দেয়। ‘সরকারি টাকায় ব্যক্তিগত দুটি রাস্তা নির্মাণ, এলাকাবাসীর প্রতিবাদ’ শিরোনামে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ও মোস্তাফিজুর রহমান বাবুকে জড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় অভিযোগকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, প্রভাব খাটিয়ে লিংক রোড নির্মাণের অভিযোগটি সত্য নয়। লিংক রোড দুটি আলাদাভাবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত। যার সঠিক ডকুমেন্ট রয়েছে। লিংক রোড দুটি নির্মাণের কারণে বরাদ্দকৃত মূল রাস্তাটি ছোট হয়ে যায়নি এবং মূল রাস্তা কেটে লিংক রোড তৈরি করার অভিযোগটিও সত্য নয়।

Share this post

scroll to top