২ কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ : ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুরের চরভদ্রাসনে দুই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আলমগীর কবির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উজ্জল খান (২৫), শুকুর আলী (২৬), মিরাজ শেখ (২৫), ইলিয়াস বেপারী (২০) এবং শফি মোল্যা (২৫)। অসামীরা সকলেই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১৬ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে চরভদ্রাসনের সালেপুর গ্রামের ১৪ ও ১৫ বছরের স্কুল পড়ুয়া দুই কিশোরীকে আসামীরা অপহরণের পর মোটরসাইকেলে করে পদ্মার চরে নিয়ে যায়। এরপর ভুট্টা ক্ষেতে নিয়ে তাদের ধর্ষণ করে এবং সেই দৃশ্য ভিডিওধারণ করে।

এ ঘটনায় ১৪ বছর বয়সী কিশোরীর পিতা বাদী হয়ে একই বছরের ১১ জুন চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে রোববার রায় ঘোষণা করে আদালত।

Share this post

scroll to top