আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরকে নিয়ে শুরু হয়ে গেছে মাতামাতি। জমজমাট করতে অনেক চেষ্টা করছে বিসিবিও। সে হিসেব করেই বিপিএলে যুক্ত করা হচ্ছে নতুন দুটি দল।
ডিসেম্বরে শুরু হলেও এর অনেক আগেই শুরু হয়ে গেছে ঢোক-ঢোল। আসন্ন বিপিএল আসরে লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন দেখা যেতে পারে অনেক।
এর কারণ ‘এ প্লাস’ আইকনদের সাথে চুক্তি মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং চুক্তি নবায়ন না করা। ইতোমধ্যেই তামিম ইকবালের সাথে চুক্তি নবায়ন করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিকুর রহিমের সাথেই নাকি তারা নতুন চুক্তি করতে যাচ্ছে। তবে তামিমের ঠিকানা কোথায় তাও এখনো নির্ধারণ নয়।
রংপুর রাইডার্সের আইকন মাশরাফি বিন মুর্তজা। তার সাথেও চুক্তি শেষ মালিক পক্ষের। তার সাথেও নতুন করে চুক্তি নবায়ন হয়নি কোনো দলের। টাইগার কাপ্তানেরও নতুন ঠিকানাও কোথায় তা বলা যাচ্ছে না।
ঢাকা ডায়নামাইটসের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। তারও চুক্তির মেয়াদ শেষ। তিনি কোথায় খেলবেন তাও এখনো টিক হয়নি।
তবে বিসিবি পরিচালক বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন,
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএলের নতুন চুক্তি না হওয়ায় সাকিব আল হাসান কোথায় খেলবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না গভর্নিং কাউন্সিল।
আগামী ৬ ডিসেম্বর প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের আসন্ন আসর। তবে তার আগে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
চলতি বছরে দ্বিতীয়বারের মতো পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যা টুর্নামেন্টের সপ্তম আসর। জানুয়ারিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া জনপ্রিয় ঘরোয়া টি-টুয়েন্টি লিগটি মাঠে গড়াবে আগামী ৩ ডিসেম্বর।
আসন্ন বিপিএলে অংশ নিবে আট দল। এমনটাই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। রবিবার (৪ আগস্ট) বিসিবির মিডিয়া সেন্টারে বিষয়টি জানানো হয়।
জানা যায়, আসন্ন বিপিএল নতুন সার্কেলে শুরু হবে। দল-ক্রিকেটারসহ সব কিছু নতুন চুক্তি অনুযায়ী হবে। পুরোনো কোনো নিয়মই প্রযোজ্য নয়।