স্ত্রীসহ মাহী বি চৌধুরীকে দুদকে তলব

সাংসদ মাহী বি চৌধুরী ও তাঁর স্ত্রী আশফাহ্ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁদের তলব করে চিঠি পাঠিয়েছেন সংস্থাটির উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ।

দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে দুজনকে।

চিঠিতে বলা হয়, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে তাঁদের দুদকে হাজির হতে বলা হয়েছে । মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে এবং বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব।

Share this post

scroll to top