ঢাকাSunday , 4 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকেই নজর কেড়েছেন সাইনি

Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত। জয়ের নায়ক অভিষিক্ত পেসার নবদীপ সাইনি। এই তরুণ চার ওভারে মাত্র ১৭ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট, ছিলো একটি মেডেন ওভারও।

আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পোলার্ড সর্বোচ্চ ৪৯ রান করেছেন। নিকোলাস পুরান করেছেন ২০, আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি। ভারত ম্যাচ জিতেছে ১৮ তম ওভারে ৬ উইকেট হারিয়ে।

নিজের প্রথম তিন ওভারে ১৭ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন সাইনি। তাই তাকেই শেষ ওভারের জন্য ডাকেন অধিনায়ক বিরাট কোহলি। তখন স্ট্রাইকে ছিলেন উইন্ডিজের ইনিংসকে একাই টানতে থাকা কাইরন পোলার্ড, খেলছিলেন ৪৯ রান নিয়ে।

নিজের অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকা অবস্থায়ই শেষ ওভারের প্রথম দুই বল ডট খেলেন পোলার্ড। তৃতীয় বলে ধরা পড়েন লেগ বিফোরের ফাঁদে। সাইনির সে ওভারের পরের তিন বল থেকেও কোনো রান করতে পারেননি ওশানে থমাস। যার ফলে ইতিহাসের মাত্র চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০তম ওভারে মেইডেন দেয়ার রেকর্ড গড়েন সাইনি।

এর আগে নিউজিল্যান্ডের অফস্পিনার জিতান প্যাটেল, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও সিঙ্গাপুরের জানাক প্রকাশ টি-টোয়েন্টির শেষ ওভারে মেডেন ওভার পেয়েছিলেন। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরের সেই ওভারে অস্ট্রেলিয়ার ৫ টি উইকেট পড়েছিল। যদিও তার মধ্যে দুটি রান আউট ছিল, আমির ৩ উইকেট নিলেও হ্যাট্রিক হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।