দেবীগঞ্জে ফলদ ও বৃক্ষ মেলা শুরু

দেবীগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় হলো, ‘পরিকল্পতি ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’।

দেবীগঞ্জের দেবদারু তলায় রোববার অনুষ্ঠিত মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ্যভাবে মেলার আয়োজন করেন।

মেলা উপলক্ষ্যে এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে দেবদারু তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তার ফারুক ফুয়াদ, ভাইস চেয়ারম্যানদ্বয় , সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ.স.ম. নুরজ্জামান, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী ।

সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন, নার্সারী মালিকরা র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে একটি করে পেয়ারার চারা বিতরণ করা হয়। মেলায় ১৫টি স্টল অংশ নিয়েছে।

Share this post

scroll to top