পুলিশের এডিশনাল আইজি (অতিরিক্ত মহাপরিদর্শক)শাহাবুদ্দীন কোরেসীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪) রোববার সকাল সাড়ে এগারোটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুলাই সৈয়দা আখতার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে গতকাল শনিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি মারা যান। শাহাবুদ্দীন কোরেসী সরকারি সফরে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কাল সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
সৈয়দা আক্তারের মৃত্যুর খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্কয়ার হাসপাতালে যান।