ফরিদপুরের গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে শনিবার দুপুর পর্যন্ত ফরিদপুরের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা দাড়ালো ১৪০ জন।
এখন পর্যন্ত প্রতিদিনই জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগীদের বেশীর ভাগই এসেছেন ঢাকা থেকে আক্রান্ত হয়ে। তবে শুধু ঢাকা ফেরত ব্যক্তিরাই নন, ফরিদপুর থেকেও কয়েকজন এ রোগে অক্রান্ত হচ্ছেন। জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জন ব্যক্তি নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ডেঙ্গু রোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ১০৮ জন ছাড়াও ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ৩২ জন রোগী রয়েছেন। সব মিলিয়ে শনিবার দুপুর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪০ জন।