পালিয়ে বিয়ের পর জানা গেল স্বামীর আছে আরো দুই স্ত্রী, অতঃপর হত্যা!

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় হাতে মেহেদী রং না মুছে যেতেই নববধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এব্যাপারে থানা পুলিশ নববধূর স্বামীকে আটক করেছে। গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বীর তারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা গ্রামের সাধু খানের মেয়ে ইতি আক্তারের (১৮) রহস্যজনক মৃত্যু হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে সিরাজদিখান উপজেলায় ইছাপুরা ইউনিয়নে আজাহার রাড়ি ছেলে মাছুম রাড়ির (৩০) সাথে ইতি আক্তারের পালিয়ে বিয়ে হয়। কিছুদিন আগে ইতি আক্তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আমরা সকালে কান্নার আওয়াজ শুনে তাদের বাড়িতে গিয়ে দেখি ইতি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে।
এ ব্যাপারে ইতির বড় বোনজামাই রহমান বলেন, মাছুমের সাথে প্রেমের সম্পর্ক করে ইতি পালিয়ে বিয়ে করে। বিয়ের পরে জানতে পারে মাছুমের আরো দুটি স্ত্রী রয়েছে। এই নিয়ে তাদের মধ্যে বিবাদ হতো। হঠাৎ আজকে ওড়না দিয়ে পেঁচিয়ে ইতিকে হত্যা করে তার স্বামী।
এব্যাপারে শ্রীনগর থানার অফিস্যার ইনচার্জ ইউনুছ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটি মুন্সীগঞ্জে সদর হাসপাতালে ময়না তদন্ত জন্য পাঠানো হয়েছে। রিপোর্টটি হাতে পেলে আমরা সঠিক ঘটনাটি জানতে পারবো।

Share this post

scroll to top