ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের জীবানু বহনকারী এডিস মশা নিধন ও এর প্রজনন ঠেকাতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে উপজেলার মেঘুলা বাজার থেকে শুরু করে পুরো এলাকায় চেয়ারম্যানের নেতৃত্বে মশা নিধনে কার্যক্রম পরিচালিত হয়। এসময় বাজারের প্রতিটি রাস্তায় ও ড্রেনে, নির্মাণধীন ভবন, মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
ঢাকা জেলা পরিষদের চেয়ার্যমান মো. মাহবুবুর রহমান বলেন, এলাকাবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের হাত থেকে রক্ষা করতে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরো বলেন, আজ আমরা বাজারের আনাচে কানাচে মশা নিধন কর্মসূচি পালন করেছি। যেখানে মশা জন্মাতে পারে এমন স্থানে আমরা মশা নিধনে এরোসল স্প্রে দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকশনা সম্পাদক মঞ্জু মোল্লা, শেখ শাহিন, নারিশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ শাহবুদ্দিন, সাংগঠনি সম্পাদক কাউসার খালাসী, আওয়ামীলীগনেতা হাবিবুর রহমান, মেঘুলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম হাওলাদার, ডা. খালেক প্রমুখ।