ফিল্মিস্টাইলে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই

চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাচপুর সেতুর পশ্চিম ঢালে একটি প্রাইভেটকার আটক করে ফিল্মিস্টাইলে অস্ত্রের ভয় দেখিয়ে ও ফাকা গুলি করে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ছয়টি মোটরসাইকেলে করে আসা আট সশস্ত্র ছিনতাইকারী ঘটনার পর পালানোর সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার শিকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মনির হোসেন তার শ্যালক ইমরানকে নিয়ে রাজধানীতে একটি মার্কেটে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান। কিন্তু বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে সেই টাকা নিয়ে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন।

তাদের বহন করা প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালের সামনে এলে ছয়টি মোটরসাইকেলে করে আসা আট সশস্ত্র ছিনতাইকারী হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা ৩২ লাখ ৫০ হাজার টাকা লুটে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পালানোর সময় সশস্ত্র ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

Share this post

scroll to top