ফরিদপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে মেডিকেলে কলেজ হাসপাতালে মারা গেছেন এক তরুণী। নিহত তরুণীর নাম শারমীন (২২)। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মারা যান তিনি। শারমীন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মোঃ রুবেলের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, গত ২৮ জুলাই রোববার শারমীন টেকেরহাটস্থ নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি এই হাসপাতালের আট নম্বর ওয়ার্ড মহিলা মেডিসিন এর দুই নম্বর ইউনিটে ভর্তি ছিলেন। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মারা যান তিনি।

কামদা প্রসাদ সাহা আরো বলেন, গত ২০ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে মোট ৮৮জন চিকিৎসার জন্য এসেছেন। এর মধ্যে তিনজনকে ঢাকায় স্থনান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে মোট ৬৫ জন চিকিৎসাধীন ছিলেন।

Share this post

scroll to top