ময়মনসিংহে দিনে দিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে রয়েছেন নয়জন শিশু।
এর আগে, সোমবার (২৯ জুলাই) মমেক হাসপাতালে ৫৬ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। পরে আরও ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। সব মিলিয়ে ওইদিন সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল।
হাসপাতালের উপ-পরিচালক সেলিম দাবি করেন, ময়মনসিংহে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হননি। ডেঙ্গু আক্রান্তরা সবাই ঢাকা ফেরত রোগী। তাদের বাড়ি ময়মনসিংহ হওয়ায় তারা মমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, ৩০ জুলাই থেকে মমেক হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ এনএস পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা শুরুর পর প্রথম দিনেই ৮২ জনের পরীক্ষা করলে নয়জনের ডেঙ্গু শনাক্ত করা হয়। সূত্রঃ বাংলানিউজ