আনন্দমোহন সরকারি কলেজে সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত আন্ত: ডিপার্টমেন্ট সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ২৯ শে জুলাই,২০১৯ ইং রোজ সোমবার কলেজ অডিটোরিয়ামে। এই ফাইনালে রাউন্ডে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে রসায়ন বিভাগ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে পদার্থবিদ্যা বিভাগ। বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্পিকার জনাব আবুল কালাম আজাদ,জনাব নাহিদ মন্ডল এবং জনাব ফিরোজ আহমেদ। সরকারি দলের বক্তারা হলেন মাননীয় প্রধানমন্ত্রী ফারহানা তানজিনা স্মৃতি,মাননীয় মন্ত্রী তামিম হোসাইন এবং মাননীয় সাংসদ সজিব হাসান আর সরকারি দলের বক্তারা হলেন মাননীয় বিরোধীদলীয় নেতা রায়হান-ই-জাহান খান শুভ, মাননীয় বিরোধীয় দলের উপনেতা সায়মা সুলতানা আখিঁ এবং মাননীয় সাংসদ আসিফুল ইসলাম বিহন।
বিতর্ক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক,উপাধ্যক্ষ মো: নুরুল আফছার সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক- শিক্ষিকা অধ্যাপক প্রদীপ কুমার পাল,জনাব দীপচাঁন কানু, ড.হারুন অর রশীদ, জনাব শাহনাজ পাভীন, জনাব তানিয়া সুলতানা,জনাব বিভাকর বণিক রিপন,জনাব মৌসুমী চারু সাহা,জনাব আলিমুল ইসলাম,জনাব এমদাদুল হক,প্রফেসর জাকির আহম্মেদ, ড.মোঃ আনোয়ারুল হক,জনাব আকবর আলী আহসান,জনাব সৈয়দা আখতিয়ারা চৌধুরী,জনাব রফিকুল ইসলাম,জনাব কবিতা রানী বিশ্বাস, জনাব শাহেন শাহ ফেরদৌস, জনাব তারিক সালাউদ্দীন মামুন,জনাব নুরুল হক,জনাব গোলাম সাকলায়েন,জনাব নৌরিন সামান্তা সৌমি, জনাব আজহারুল ইসলাম। তুমুল তর্ক বিতর্কে সংসদ হাউজ জমে উঠে। সরকারি দলের যুক্তি আর বিরোধী দলের পাল্টা জবাবে মুখরিত হয়ে উঠে সাংসদীয় বিতর্ক অনুষ্ঠান। উক্ত বিতর্ক অনুষ্ঠানে বিরোধী দল পদার্থবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন হয়, রানার্স আপ হয় রসায়ন বিভাগ আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রায়হান ই জাহান খান শুভ।