কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জালে আটকা পরে বিলুপ্ত প্রায় একটি শুশুকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিলুপ্ত প্রায় প্রজাতির শুশুকটি ধরা পরে। মঙ্গলবার স্থানীয় চার যুবক উপজেলার দুধকুমার নদে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে শুশুকটি আটকা পরে। জলজ এই প্রাণীটিকে দেখে প্রথমে তারা সবাই ভয় পেয়ে যায়। পরে তারা বুঝতে পারে এটি বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শুশুক। উৎসুক জনতা ধরা পরা শুশুকটি দেখতে ভীড় জমায়। দীর্ঘক্ষণ ডাঙ্গায় থাকার কারণে শুশুকটি মারা যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবীর জানান, শুশুক একটি উপকারী জলজ প্রাণী। এই প্রাণীটি বিলুপ্ত প্রায়। জেলেদের জালে শুশুক ধরা পরলে ছেড়ে দেয়া উচিত। জলজ জীববৈচিত্র রক্ষায় শুশুক বাঁচিয়ে রাখা খুবই জরুরী।