কুমিল্লার চৌদ্দগ্রামে গরু বোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও ঝিনাইদহের মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন।
এসময় ওই ট্রাকে থাকা ৬টি গরু মারা যায়। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ঈদুল আযহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরু বোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ব্যবসায়ীরা। ভোরে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা ৩ জনই ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। চোখে ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।