ফরিদপুরে সিরিজ বোমা হামলা মামলায় ৯ জনকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের বিশেষ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাদের।
আজ বুধবার দুপুরে ফরিদপুরের বিশেষ দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. মতিয়ার রহমান আট আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ড প্রাপ্তরা হলেন, আমীর সোহেল মিয়া, রায়হান মোল্লা, আমীর হোসেন, মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুর রউফ, আব্দুল গাফফার, তোফাজ্জেল হোসেন, মুর্তজা (পলাতক) ও খলিলুর রহমান। পলাতক মুর্তজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এছাড়া অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত মিজানুর রহমান মুকুল ওরফে মোয়াবিয়া, ইউসুফ আলী ওরফে আল্লামা ইউসুফ, ইয়াসিন সিকদার, তরিকুল ইসলাম ওরফে শুকুর এবং আরিফ খানকে বেকসুর খালাস দেয়া হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় ফরিদপুরের কোতয়ালী থানার এসআই মোসাদ্দেক আলী হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়। এরপর মামলা তদন্ত শেষে ১৫ জনকে আসামী করে আদালতে চার্জশীট দেয়া হয়।
এ মামলায় সরকার পক্ষের কৌসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা জানান, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করা হয়। এই রায়ে আমরা একদিকে খুশি হয়েছি। তবে পাঁচ আসামীকে খালাস দেওয়ায় আমরা আপিল করব।
অপরদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান মিয়া জানান, তারা ন্যায়বিচার হতে বঞ্চিত হয়েছেন। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপীল করবেন। এদিকে এই রায়কে কেন্দ্র করে কোর্ট চত্বর এলাকায় ব্যাপক নিরাপত্তা নেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।