আনন্দমোহন কলেজে “সাংস্কৃতিক সপ্তাহ -২০১৯” উদযাপন

(শফিকুল ইসলাম, আনন্দমোহন কলেজ): আনন্দমোহন কলেজ অডিটোরিয়ামে গত ২৭ জুলাই, ২০১৯ ইং থেকে শুরু হয়ে আজ ৩১ শে জুলাই, ২০১৯ ইং সমাপনী,পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল আনন্দমোহন সরকারি কলেজের সাংস্কৃতিক সপ্তাহ -২০১৯।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমদ। বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চলে এই সাংস্কৃতিক সপ্তাহ। আজ অনুষ্ঠানের সমাপনী দিন, সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব এ কে এম খালিদ বাবু, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন জনাব ইকরামুল হক টিটু,মেয়র,ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আরো উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক ইউসুফ খান পাঠান,চেয়ারম্যান,জেলা পরিষদ, ময়মনসিংহ। জনাব, এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল,সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ,ময়মনসিংহ জেলা শাখা। জনাব, কাজী আজাদ জাহান শামীম,যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,ময়মনসিংহ জেলা শাখা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোঃ নুরুল আফছার,উপাধ্যক্ষ,আনন্দমোহন সরকারি কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক,অধ্যক্ষ,আনন্দমোহন সরকারি কলেজ।প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অতিথিরা কলেজের যেকোনো উন্নয়ন কাজে কলেজ প্রশাসনের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । তারপর প্রধান ও বিশেষ অতিথিগণ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দেন। পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share this post

scroll to top