যে বোলিং করেছি তাতে ৩০০ রানও যথেষ্ট ছিল না

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ালো বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে নখদন্তহীন বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হার দেখে টাইগাররা। এই উইকেটে ৩০০ রান করলেও যথেষ্ট হতো না, বলেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল খান। ম্যাচ শেষ তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ন টস জিতেছি। আমরা জানতাম এই উইকেটে স্পিন ধরবে। আমাদের একটা ভালো শুরুর প্রয়োজন ছিলো। আমরা যেভাবে বোলিং করেছি তাতে ৩০০ রানও যথেষ্ট ছিল না। আমরা কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত ছিলাম না, সহজ বিকল্প বেছে নিতে হয়েছে।’

প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ফের টপঅর্ডারের ব্যর্থতা। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে টাইগাররা। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে তামিম বাহিনী। পরে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। মুশফিকের ব্যাট থেকে আসে অপরাজিত ৯৮ রান। আর মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৪৩ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৩৮/৮।

জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের দারুণ শুরু এনে দেন আভিস্কা ফার্নান্দো। ওপেনার আভিস্কার ৮২ রানের ইনিংস খেলেন। এছাড়াও কুশাল পেরেরার ব্যাট থেকে আসে ৩০ রান। শেষ পর্যন্ত কুশাল মেন্ডিস (৪১*) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫২*) জয় নিয়ে মাঠ ছাড়েন। ৩৩ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান তুলে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আর একটি শিকার মিরাজের। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো। আর ৪৪ মাস পর ঘরের মাঠে কোনো সিরিজ জিতলো শ্রীলঙ্কা।

Share this post

scroll to top