শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের কলিমনগরে দাড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে একটি দ্রুতগামী সিএনজির সংঘর্ষে সিএনজি যাত্রী আক্কাছ মিয়া (২০) হাসপাতালে মারা গেছে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলাধীন নিশাপট গ্রামের আব্দুর রহিমের পুত্র। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ অভিমুখি একটি যাত্রীবাহী সিএনজি কলিমনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমোচড়ে গিয়ে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লেকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় আক্কাছ মিয়া মারা যায়। আহত অপর তিন যাত্রী শাওন মিয়া, হেলিম মিয়া ও চান মিয়া হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।