বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর গাঙ্গিনারপাড় মোড় শহীদ ফিরাজ-জাহাঙ্গীর চত্বরে প্রতিকী অনশন কমসূচী পালিত হয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারিদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্র্রাস্ট্রের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপণ বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই প্রতিকী অনশন কর্মসূচী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোঃ চাঁন মিয়া, জাফর আহাম্মদ চৌধুরী, মোঃ আজিজুল হক, মোঃ আনোয়ার কবীর, মোঃ আব্দুর রশিদ, মোঃ শরাফ উদ্দিন, মোঃ অঅজহারুল ইসলাম, মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।