৫ শ’ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে বন্দর উপজেলার কাইতাখালি এলাকায়। জানা গেছে মাত্র ৫ ‘ টাকা নিয়ে বিরোধের জের ধরে মিশর (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মিশর উপজেলার নোয়ার্দা এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই সানি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, দেলোয়ার হোসেনের ছেলে মিঠু (২৭), মঞ্জুর হকের ছেলে মুন্না (১৯), শাহ আলমের ছেলে সাকিব (১৮), আলী হোসেনের ছেলে জিসান (২০)। এছাড়া বংগার ছেলে শায়ন (১৯) পলাতক রয়েছেন। এরা সকলেই বন্দরের নোয়ার্দা এলাকার বাসিন্দা।

বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত মিশর ৫০০ টাকা পেতো মিঠুর কাছে৷ এজন্য সে মিঠুর মোবাইল ফোন রেখে দিয়ে বলে টাকা দিয়ে মোবাইল ফেরত নিতে। এ ঘটনাকে কেন্দ্র তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে মিঠু ও অন্যান্যরা মিলে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কাঠের আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত বাটালি দিয়ে পিটিয়ে মিশরকে গুরুতর জখম করে। মিশরের চিৎকারে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Share this post

scroll to top