মাদারীপুরে ট্রাকে ইয়াবার বড় চালান আটক

মাদারীপুর সদর উপজেলার সপ্তম চীনমৈত্রী সেতু টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে আইয়ুব আলী হাওলাদার (৪২) নামে এক ইয়াবা সম্রাটকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সংবাদ সম্মেলন করে জানায়, মাদারীপুর সদর উপজেলার আচমত আলী খান সপ্তম চীনমৈত্রী সেতুর টোল প্লাজার সামনে দিয়ে মাদকদ্রব্যের বড় চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযানে নামে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে সপ্তম চীনমৈত্রী সেতু টোলপ্লাজার সামনে একটি মিনি ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-৭৪৭১) অভিযান চালায় র‌্যাব।

এ সময় ওই ট্রাকটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ পদ্ধতিতে রাখা সাড়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও আইয়ুব আলী নামে এক মাদক সম্রাটকে আটক করা হয়। এ ছাড়া ট্রাকটিও জব্দ করা হয়।আটক আইয়ুব আলী ঝালকাঠি সদর উপজেলার মুরাসাতা গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে।

সিপিসি-৩ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, একটি মিনি ট্রাকের মাধ্যমে চাঁদপুর থেকে খুলনার উদ্দেশে মাদকদ্রব্য নিয়ে রওনা হওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ আইয়ুব আলীকে আটক করা হয় ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Share this post

scroll to top