ঢাকাTuesday , 23 July 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলে ‘যৌনশিক্ষা’ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Link Copied!

ক্যারিয়ারের শুরুটা মন্দ হয়নি সোনাক্ষী সিনহার। সালমানের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল তার। তবে সোনাক্ষীর শেষ মুক্তিপ্রাপ্ত কয়েকটা ছবি সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তাই এবার তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্নধারার এক ছবি।যৌনতা আর গুপ্তরোগ এই ছবির বিষয়। ছবির নাম ‘খানদানি সাফাখানা’।

এই ছবির প্রচারে এসেই স্কুলে যৌনশিক্ষা চালু করা নিয়ে মুখ খুললেন এই বলিউড সুন্দরী। এই বিষয় নিয়ে সোনাক্ষী জানিয়েছেন, ‘আমরা নিজেদের আধুনিক সমাজের সদস্য বলি। কিন্তু যৌনতা নিয়ে কথা বলতে ভয় পাই, কেন আমি জানি না। তাই আমাদের উচিত নিজেদের চিন্তাভাবনা করে যৌনতা নিয়ে কথা বলা। কিন্তু এত গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা হেসে, মজা করে সময় কাটাই। তাই জন্য আমাদের এই সিনেমা বানানো হয়েছে, পরিচালক নিজেই এই স্পর্শকাতর বিষয় নিয়ে জনগণের সামনে তুলে ধরেছেন। এই সিনেমাতেই বোঝানো হয়েছে যে যৌন শিক্ষা কতটা প্রয়োজন ভারতে। আমার মতে ভারতের প্রত্যেকটি স্কুলে যৌন শিক্ষা দেওয়া উচিত।’

ছবির প্রচারে এসে এইসব কথা বলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মজার ছলে ও বিনোদনের মোড়কে যৌনতা নিয়ে ট্যাবু কাটানোই ‘খানদানি সাফাখানা’র লক্ষ্য বলে জানিয়েছেন ছবির পরিচালক শিল্পী দাসগুপ্তা।

এই ছবির গল্প এক মহিলাকে ঘিরে যিনি তার চাচার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি সেক্স ক্লিনিক পেয়েছেন। সোনাক্ষী ছাড়াও এই ছবিতে দেখা যাবে বরুণ শর্মা, অন্নু কাপুর, নাদিরা বব্বর এবং কুলভূষণ খারবান্দাকে। আগামী ২ আগস্ট মুক্তি পাচ্ছে ‘খানদানি সাফাখানা’। সূত্র: এইসময়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।