পড়ালেখায় অনিহা ও মাদরাসায় যেতে না চাওয়ায় বাবার ভর্ৎসনায় অনুরাগে সাইকেলের টিউব দিয়ে গলায় ফাঁস নিয়ে ৮ বছর বয়সী তাওহীদ মন্ডল নামে এক হাফেজিয়া মাদরাসার ছাত্র আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
তাওহীদ ওই গ্রামের আবু সাঈদ মন্ডলের ছেলে।
শিশুটির বাবা আবু সাঈদ মন্ডল বলেন, তার ছেলে বাড়ির কাছে সোনাকান্দর মাদরাসায় পড়তো। নিয়মিত লেখাপড়া না করার কারণে প্রায় এক মাস আগে শালকী হাফেজিয়া মাদরাসায় ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকালে বাড়িতে আসে সে। কিন্তু আর যেতে না চাওয়ায় রাগ করলে সে বাড়ির সবার অজান্তে ঘরের আড়ার সাথে সাইকেলের টিউব গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত নামালেও তার আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুস সালাম মাষ্টার, থানার এসআই বিল্লাল হোসেন ঘটনাস্থলে যান। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।