নাটোরের সিংড়া ও ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সিংড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবুল হোসেন ওরফে বাবলু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বাবলু সিংড়ার চলনবিলের পিপলসন গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও স্থানীয় আওয়ামী যুবলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।
ডাহিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বৃস্পতিবার বাবুল হোসেন ওরফে বাবলু নিজ বাড়িতে মোটরের বৈদ্যুতিক তার মেরামত করছিলেন। এসময় অসাবধনতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম মৃধা বিদ্যুৎপৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সোনাগাজী ছাড়াইত কান্দি হোছাইনিয়া দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাষ্টার আব্দুল কুদ্দুস (৫৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মাদরাসা ও পারিবারিক সূত্রে জানা যায়, মাষ্টার আব্দুল কুদ্দুস সোনাগাজী পৌর শহরের ৭নং ওয়ার্ডে ইসমাইল মুহুরী সড়কের আলম টাওয়ারের ৩য় তলায় থাকতেন। গতকাল মাদরাসার ক্লাস শেষে দুপুর ১২টায় বাসায় ফিরেন। বাসায় ফিরে বিদ্যুতের সুইস দিতে গিয়ে শর্টসার্কিটের মাধ্যমে বিদ্যুৎ তাড়িত হয়ে মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে সেখান থেকে পাঠানো হয় ফেনী সদর হাসপাতালে। তবে সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাদরাসা সুপার মো: নুরনবী জানান, মাষ্টার আব্দল কুদ্দুস এ মাদরাসায় ২৫ বছর শিক্ষকতা করেছেন। তিনি ছরছান্দিয়া ইউনিয়নের আব্দুর রবের পুত্র।