ঢাকাWednesday , 17 July 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান রাষ্ট্রদূতের উদ্বেগ

Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের সাংবিধানিক অধিকার উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত করার জন্য প্রণয়ন করা হয়নি। এটি করা হয়েছে শুধুমাত্র সাইবার অপরাধ দমন করার জন্য।’

গত রোববার বিকেলে রাজধানীর গুলশানে নিজের আবাসিক অফিসে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রানজে ত্রিঙ্কেরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জরুরী বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র এবং কানাডিয়ান হাইকমিশনারও এই বৈঠকে অংশ নেন।

মন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার করতে চাই এই আইনের অপব্যবহার আমরা হতে দিবো না। সেজন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব।’

ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ওনাদের কিছু কনসার্ন ছিল। সেই কনসার্নগুলোর অগ্রগতি জানার জন্যই মূলত ওনারা এসেছিলেন।’

তিনি বলেন, ‘আমি ওনাদের কথা শুনেছি এবং এটার ব্যাপারে সরকারের সাথে আলাপ-আলোচনা করব বলে তাদেরকে আশ্বাস দিয়েছি। এছাড়া এই আইনের বিধিমালা প্রণয়নের সময় এ বিষয়ে আবারও তাদের সাথে কথা বলার আশ্বাস দিয়েছি।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমার কথা হচ্ছে কেই যেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করতে না পারে সেটা রোধে আমরা সকলের সাথে সহযোগিতা করব এবং সেই ব্যবস্থা করব। আর আইনটির যে ধারা নিয়ে স্টোক হোল্ডারদের কিছু অংশ আপত্তি জানাচ্ছে সেটার ব্যাপারে আমরা দেখব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।