জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সম্মানে আজ মঙ্গলবার সকাল থেকে রংপুর মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দুপুর ২টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।
রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়া দিগন্তকে জানান, ‘এরশাদ স্যার আমাদের জন্য অনেক করেছেন। আজ তিনি নেই। তার সম্মানে আমরা আধাবেলা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সকাল থেকে লাখ লাখ লোক রংপুর শহরে ঢুকছে। তাদের যেন অসুবিধা না হয় সেজন্য খাবার, ওষুধ ও একেবারেই প্রয়োজনীয় দোকান খোলা রাখা হয়েছে।’
গত ২৬ জুন জ্ঞান হারালে রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয় এরশাদকে। গত রোববার পৌনে আটটায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে রংপুরসহ উত্তরাঞ্চলে।