কিশোরগঞ্জে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুয়

গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জে কর্মজীবী, শ্রমজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানান মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কোন কর্ম না থাকায় ছেলেমেয়েসহ পরিবারের সদস্যদেরকে নিয়ে চরম ভোগান্তিতে দিনাতিপাত করছেন স্থানীয় দিনমজুররা।

উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় যাতায়াতের রাস্তাঘাটে পানি জমে চলাচলের অনুপযোগী হওয়ায় যানবাহন, পথচারী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট গন্তব্য স্থানে চলাচল করতে পারছে না। টানা ভারী বর্ষণে ঘর থেকে বের হয়ে কর্মজীবী মানুষের অফিস-আদালত ও শিক্ষার্থীরা তাদের স্কুল-কলেজ, মাদ্রাসায় যেতে না পেরে শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী না থাকায় বন্ধের উপক্রম হয়ে পড়েছে।

এদিকে উপজেলার স্থানীয় হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা ,তরকারিসহ অন্যান্য জিনিস পত্রের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষ তথা দিনমজুরদের হাতের নাগালের বাইরে চলে গেছে। শ্রমজীবী দিন মজুরদের কর্ম না থাকায় তাদের আয় রোজগারের রাস্তা বন্ধ। তাই পরিবারের সদস্যদের মুখে দু’বেলা খাবার দেওয়া তাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে।

কুড়িমারা গ্রামের দিনমজুর লোকমান, সাহেবের চর গ্রামের দিনমজুর হেমায়েত, পিতলগঞ্জ গ্রামের দিনমজুর বেলালসহ অনেকের সাথে কথা হয়ে জানা যায়। তারা বলেন, বৃষ্টি-বাদলের জন্য কোন কাজকর্ম পাচ্ছি না। আয় রোজগার ও নেই। এখন সন্তান সন্ততি নিয়ে কিভাবে চলব দিশেহারা হয়ে পড়ছি।

Share this post

scroll to top