নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ভাঙ্গুড়া আদর্শ কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক রেজাউল তরফদারকে (৫০) পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত সদরের তুলারামপুর গ্রামের রেজাউল তরফদারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা প্রাথমিক ভাবে জানাতে পারেননি ভূক্তভোগীসহ তার পরিবারের সদস্যরা।
আহত রেজাউল তরফদারসহ তার স্বজনরা জানান, মোটর সাইকেলযোগে তুলারামপুর থেকে কলেজে যাওয়ার পথে চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে ওৎ পেতে থাকা দক্ষিণতুলারামপুর গ্রামের বাদশা ভূঁইয়ার ছেলে শাহিন ভূঁইয়া (৩০), দুলাল মোল্যার ছেলে হাসিব (২৮) ও ইমরান মোল্যার ছেলে মুন্নাসহ কয়েকজন তার (রেজাউল) মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত ভাবে পিটিয়ে আহত করে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সদর থানার ওসি ইলিয়াছ হোসেন পিপিএম বলেন, এ ঘটনায় মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।