মেহেরপুরের পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী এক যুবক। তার নাম ইয়াকুব আলী কাজল (২৮)। সে গাংনীর গাড়াডোব গ্রামের গাছলাপাড়ার জালাল উদ্দীনের ছেলে।
কাজলের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পাশাপাশি এক গৃহবধূর উপর এডিস নিক্ষেপের মামলা রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম।
তিনি বলেন, শনিবার ভোররাতে কাজলের গ্রাম গাঁড়াডোবে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু ঘটে। এসময় একজন এসআইসহ চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটারগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ জানায়, স্কুলছাত্রীকে ধর্ষণ ও গৃহবধুকে এসিড নিক্ষেপ মামলার আসামি ইয়াকুব আলী কাজলকে বৃহস্পতিবার রাতে গাংনী উপজেলার ধলা গ্রাম থেকে আটক করা হয়। পরে রাতে তার দেওয়া তথ্য অনুযায়ী গাংনী থানা পুলিশ গাড়াডোব গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে কাজলের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এক পর্ষায়ে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দু’পক্ষের গোলাগুলিতে কাজল নিহত হয়।