ঢাকার নিকটবর্তী গাজীপুর একটি শিল্প এলাকা হলেও প্রায়শই এখানে কবর থেকে কংকাল চুরির ঘটনার খবর বের হয় । সম্প্রতি এ জেলার একটি গ্রামেই কিছুদিনের মধ্যে ঘটে গেছে অনেকগুলো কবর চুরির ঘটনা। পুলিশ ও স্থানীয়রা বলছেন গ্রামের অরক্ষিত কবর থেকে কংকাল চুরি করে সেগুলো ঢাকায় পাঠায় স্থানীয় একটি চক্র।
সম্প্রতি কংকাল চুরির সময় আটক হন এক ব্যক্তি। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চুরির পর একেকটি কংকাল থেকে প্রায় ত্রিশ হাজার টাকা পান তারা।
জেলার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদুল ইসলাম বলছেন, দু-মাস আগে এমন একটি ঘটনার জের ধরে তারা এক ব্যক্তিকে আটক করেছেন।
“যাকে আটক করেছি, তার কাছ থেকে অনেক তথ্যও আমরা পেয়েছি। কংকাল চুরির কথা সে স্বীকারও করেছে। এরপর থেকে এ ধরণের ঘটনার খবর আমাদের কাছে আর আসেনি।”
তবে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম বলছেন, ১০/১৫ দিন আগেও নিজমাওনা গ্রামে দুটি কবর চুরির ঘটনা ঘটেছে। এরপর এলাকাবাসীকে নিয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য ও গ্রাম্য চৌকিদারদের নির্দেশ দিয়েছেন তিনি।
“চুরির ঘটনা জানার পর পুলিশকে জানানো হয়েছে। তারাই ব্যবস্থা নিচ্ছে। আর আমরাও সতর্ক হয়েছি। মেম্বারদের বলা হয়েছে”।
ওই এলাকার অধিবাসী মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলছেন, তার এক নিকটাত্মীয়ের কবর থেকে মৃতদেহ চুরি হয়েছে কিছুদিন আগে। “আমার আত্মীয় ঢাকায় দুর্ঘটনায় মারা গেছিলো। পরে এলাকায় এনে কবর দেয়ার পর সেই কবরেও চুরি হয়েছে”।
তিনি জানান, এ ধরণের এমন আরও বেশ কয়েকটি ঘটনার খবর তারা পেয়েছেন ওই এলাকা থেকেই।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা গ্রাম সম্প্রতি নিজে ঘুরে এসেছেন গাজীপুরের একজন সাংবাদিক। তিনি জানিয়েছেন, এক মাসের মধ্যেই সেখানে ত্রিশটির মতো কবর চুরির ঘটনা ঘটেছে।
যদিও শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার বলছেন তাদের এখনো বিষয়টি কেউ অবহিত করেনি।
চুরির পর বিক্রি হয় কয়েক ধাপে
আব্দুস সামাদ বলছেন, সাধারণত পল্লী এলাকায় কবর দিয়ে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো আর ইট দিয়ে বাধাই করা হয়না বা পাকা করা হয়না। এরপর ২/৩ মাস পরে অনেক সময় দেখা যায় মাটি খুঁড়ে রাখা হয়েছে।
“অনেকেভাবে শিয়ালে খুঁড়েছে। কিন্তু গত কিছুদিনে অনেকগুলো কবরে এমন দেখার পর লোকজনের সন্দেহ হয়। দশদিন আগে আমার বাড়ির কাছেই এমন একটি কবর পাওয়া গেছে যেখান থেকে কংকাল চুরি হয়েছে”।
তিনি জানান চুরির ঘটনায় এক ব্যক্তিকে ধরাও হয়েছিলো। তার কাছে থেকেই জানা গেছে, কংকাল সংগ্রহ করে সে স্থানীয় একটি মাছ ও মুরগির খাবার তৈরির কারখানায় রাখতো। পরে সেখান থেকে এগুলো ঢাকায় পাঠানো হতো।
গাজীপুরের একজন সাংবাদিক জানান, চুরি হওয়া কংকাল আসলে কয়েক ধাপে বিক্রি হয়।
“গ্রামে যারা চুরি করে তারা ৩০/৪০ হাজার টাকায় সেগুলো বিক্রি করে ঢাকায় তাদের লোকজনের কাছে। তারা আবার এগুলো বিক্রি করে আরেকটি চক্রের কাছে। এভাবে মেডিকেল বিশেষ করে ঢাকার একটি নামকরা হাসপাতালের সংশ্লিষ্ট লোকজনের কাছে পৌঁছায় বলে জানা গেছে”।
তিনি বলেন, একারণে গ্রামের কবরস্থানগুলোতে এবার পাহারার ব্যবস্থা করেছেন এলাকাবাসীরা।
কংকাল চুরি: এবারই প্রথম?
স্থানীয়রা বলছেন, না। এবারই প্রথম ঘটনা নয় এগুলো। বরং আগেও ঘটেছে এবং গাজীপুরের নানা এলাকায় এ ধরণের কংকাল চুরির ঘটনা ঘটে। যার বেশিরভাগই থানা পুলিশ পর্যন্ত গড়ায়না।
স্থানীয় একজন সাংবাদিক বলছেন গত তিন বছর ধরেই এসব ঘটনা নিয়মিত ঘটছে। তবে বেশি গ্রাম পর্যায়ে হয় এবং একেবারেই সাধারণ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয় বলেই এগুলো চৌকিদার দফাদারের বাইরে আসেনা।
জানা গেছে কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে গত বছর প্রায় দু-ডজন কংকাল চুরির ঘটনা বের হয়েছিলো।
আরও কয়েকবছর আগে ২০১২ সালে গাজীপুর পৌর এলাকার একটি কবরস্থান থেকে লাশ ও কংকাল চুরির ঘটনা নিয়ে বেশ শোরগোল হয়েছিলো। সেবার মোট ২৩টি কবর থেকে চুরির ঘটনা ঘটেছিলো। এরপরেও জেলার বিভিন্ন স্থান থেকে নিয়মিত এ ধরণের চুরির খবর পাওয়া গেছে।
গত বছরের নভেম্বরেও কালিয়াকৈর কবরস্থান থেকে অন্তত এগারটি কবর খুঁড়ে কংকাল চুরির ঘটনা ঘটেছিলো। আর এ বছরের ৩০ মার্চ রাতে মওনা থেকে মুসা নামে এক ব্যক্তিকে কবর খুঁড়ে কংকাল চুরির সময় আটক করে স্থানীয়রা।
পরে তার কাছেই আরও অনেক লোকের জড়িত থাকার তথ্য পাওয়া গেলেও তারা এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে।