গম্ভীরের জন্য আমার হৃদয়ে খারাপ কিছুই নেই : আফ্রিদি

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে ভালোবাসার বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আফ্রিদির আত্মজীবনীমূলক বই গেম চেঞ্জার বাজারে আসার পর থেকে বিতর্ক শুরু নানা ধরনের বিতর্ক। বিতর্কিত বিষয় লিখার কারণে আফ্রিদির এই বই পুনঃমুদ্রণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

গম্ভীরের সঙ্গে আফ্রিদির ঝামেলা বহু পুরনো। দুজনেই দুজনকে আক্রমণ করেছেন সুযোগ পেলেই। মাঠের ঝামেলা ছিটকে এসেছে মাঠের বাইরেও।

ক্রিকট্রেকারডটকম তাদের এক সংবাদে জানায়, গম্ভীরকে ভালবাসার বার্তা দিয়েছেন আফ্রিদি। বার্তায় এই অলরাউন্ডার বলেছেন, ‘গম্ভীরের জন্য আমার হৃদয়ে খারাপ কিছুই নেই। সেই ম্যাচে আমরা একে অপরের দিকে তেড়ে গিয়েছিলাম। পরে নিজেদের ভুল বুঝতে পারি। গম্ভীরের সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। ভারতীয় দলে আমার অনেক বন্ধু রয়েছে। গম্ভীরের সঙ্গে আবারও কোথায় দেখা হলে আমি সৌহার্দ্য বিনিময় করব।’

আফ্রিদি তার গেম চেঞ্জার বইতে বলেছেন, গৌতম গম্ভীরের ন আহামরি কোনও ক্রিকেটীয় রেকর্ড নেই। ভারতীয় এই ওপেনার নাকি ব্যক্তিত্বহীন, দাম্ভিক। এরপর গত কিছুদিন ধরে এ নিয়ে চলছে জবাব পাল্টা জবাব।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top