রক্ত মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গোশত বিক্রি

গরুর গোশতের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়ে এসেছে ভয়ঙ্কর চিত্র। মেয়াদোত্তীর্ণ গোশতকে তাজা বলে চালানোর জন্য গরুর পুরোনো রক্ত মেশানো হতো মাংসে। আর মহিষের গোশতকে ক্রেতার কাছে বিক্রি করা হতো গরুর গোশত বলে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।

শুক্রবার সকালে উপজেলার সড়ক বাজারে গোশতের দোকানগুলোতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরিফুল হক ক্রেতা সেজে এ অভিযান চালিয়ে ফ্রিজ থেকে বোতল ভর্তি গরুর পুরোনো রক্ত জব্দ করেছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ক্রেতা সেজে সড়ক বাজার এলাকার সবকটি গরুর গোশতের দোকান ঘুরে দাম এবং মান পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে আখাউড়া থানা পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলামকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় দোকানগুলোতে। এ সময় দোকানগুলোর ফ্রিজের ভিতর থেকে বোতলজাত করে রাখা গরুর পুরোনো রক্ত জব্দ করেন তারা।

পরে অস্বাস্থ্যকর পরিবেশে গোশত সংরক্ষণ এবং গরুর নামে মহিষের গোশত বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ওইসব দোকানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ গোশত জব্দ এবং তৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শরিফুল হক বলেন, পরবর্তীতে এসব অপরাধের প্রমাণ পেলে কঠিন শাস্তির ব্যাপারে দোকান মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান পুরো রমজান মাসজুড়ে চলবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top