ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক শিক্ষার্থী নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডাব পাড়তে গিয়ে জগন্নাথ হল চত্বরে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম বরুন বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। জগন্নাথ হলের ৪৩২ নং রুমের আবাসিক শিক্ষার্থী।
বরুনের সহপাঠীরা জানান, বরুণ জগন্নাথ হলেই থাকতেন। রাতে হল চত্বরের একটি নারকেল গাছে ডাব পাড়তে ওঠেন। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ছাত্রের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে এ ধরনের কাজ না করার জন্য আহ্বান জানান তিনি।