মাগুরায় রুপা হত্যার বিচার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মাগুরায় অ্যাডভোকেট সাবিকুন্নাহার রুপা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আইনজীবী সমিতির সভাপতি এসকেন্দার আজম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, শাখারুল ইসলাম শাকিল, রাশেদ মাহমুদ শাহিন প্রমুখ।

মানববন্ধনে রুপা হত্যার সাথে জড়িত তার স্বামী তমালকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ সময় বারের শতাধিক সদস্য ও শিক্ষানবিশ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার রাতে কাজের মহিলাকে বিয়ে করার কারণ জানতে চাইলে স্বামী তমাল মাহমুদ নির্যাতন করে সকালেই বাড়ি থেকে রুপাকে বের হয়ে যেতে বলেন। নিরুপায় হয়ে ভোর রাতেই ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন রুপা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top